পৃথিবীকে সবসময় যেভাবে দেখে এসছো, সেটাই দেখার একমাত্র পথ নয়। কোনো কিছু কেবল অতীতে সত্য ছিল বলেই যে অাজও সত্য হতে হবে তেমনটাও নয়। অার যেকোন কিছু সম্পর্কে তুমি যেভাবে বা যেটুকু শিখেছো সেটাই সবচেয়ে সেরা এমনটাও নয়। জানার ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে, বুঝার ক্ষেত্রে মনে রেখো, চারপাশে এসবের অনেক ধরন থাকতেই পারে।
No comments:
Post a Comment