মানুষ কখনই একরকম হয় না। এক মুহুর্তে কোনো কিছুর প্রতি অামরা তীব্র অনুরাগ অনুভব করি, অাবার পর মুহুর্তেই হয়তো সেটা থেকে পিছু ছাড়াতে ব্যতিব্যস্ত হয়ে পড়ি। মূলতঃ অামরা মানুষেরা কিছু ব্যক্তিগত বৈশিষ্ট্যের যোগফল। সে বৈশিষ্ট্য গুলো অামাদের এমনভাবে নিয়ন্ত্রন করে, মাঝে মাঝে মনে হয় অামাদের নিজেদের হাতে সম্ভবত কিছুই নেই।
No comments:
Post a Comment