সব সুন্দরকে ভালোবাসতে হয় না। কিছু সুন্দরকে ঘৃণাও করা যায়।
Sunday, 28 June 2020
Saturday, 27 June 2020
চলে যাওয়াটা গতানুগতিক
আমাদের বুঝতে শিখতে হবে- কারো চলে যাওয়াটা গতানুগতিক, কিন্তু নিজের কাছে হেরে যাওয়াটা অন্যায়।
Thursday, 25 June 2020
কৃত্রিম ভাবে উপস্থান করে
নিজেকে কৃত্রিম ভাবে উপস্থান করে, অন্যের চাওয়া অনুযায়ী বদলে প্রেমিক/প্রেমিকার মন রক্ষা করে। এভাবে অন্যের জীবনে প্রয়োজনীয় হওয়া যায়, অপরিহার্য হওয়া যায়না।
Wednesday, 24 June 2020
ঘুমিয়ে পড়ি
একজন মানুষ আর কোথাও নেই! এই অনুভূতির অনুবাদ হয় না।:) খুব ইচ্ছে করে, ঘড়ির কাটায় হাত রেখে, স্বার্থপরের মতো ঘুমিয়ে পড়ি।
যেনো অার কারও সময় না কাটে।
যেনো অার কারও সময় না কাটে।
Tuesday, 23 June 2020
Monday, 22 June 2020
সিদ্ধান্ত ছিল
শেষ সিদ্ধান্তটির পর অামি অার কিছু বলিনি। কারন যেটা পরিকল্পনা সেখানে কিছু বলা যায় বা বলার থাকে। এটা তো সিদ্ধান্ত ছিল, এখানে অামার কিছু বলার নেই।
Saturday, 20 June 2020
লেখাতে বা মতামতে
আপনার লেখা আপনি লিখুন, মানুষ আপনাকে খুঁজে নিবে, লেখাতে বা মতামতে চালাকির দরকার নেই!
Thursday, 18 June 2020
Wednesday, 17 June 2020
Tuesday, 16 June 2020
Monday, 15 June 2020
একটা দেয়াল আছে
আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের।
Sunday, 14 June 2020
Saturday, 13 June 2020
একা একা ভালো থাকা
কারো উপর নির্ভর না করে একা একা ভালো থাকাটা যে শিখে যায় সে হয়ে যায় সত্যিকারের সুখী মানুষ।
Friday, 12 June 2020
একটা পাতাও ছিঁড়ে না
আমরা একজনকে পেয়ে বাকি
সব কিছু থেকে বিচ্ছিন্ন
হয়ে যাই বলে হঠাৎ
নিজেদের প্রচন্ড একা আবিষ্কার করি। হুট
করে একদিন নিজের সবকিছু
বানিয়ে রাখা মানুষটা হঠাৎ
অচেনা কারো মত আচরণ
করলে তাতে বাইরের দুনিয়ায়
একটা পাতাও ছিঁড়ে না,
উলট পালট যা হবার
আমাদের মাথার ভিতরই হয়।
Thursday, 11 June 2020
অচল বানিয়ে রাখি
কেউ কাউকে ছাড়া অচল না। কারো জন্য জীবন থেমে থাকে না। কেউ হাত ছেড়ে চলে গেলেই জগৎ-সংসার অর্থহীন হয়ে যায় না। আমরা নিজেরা নিজেদের অচল বানিয়ে রাখি। আমরা মনে করি জীবন থেমে গেছে।
Wednesday, 10 June 2020
হাতটা স্পর্শ করে
প্রায়শই মনে হয়, চলমান এই দুঃসময়ে, ঘোর অন্ধকারে নিমজ্জিত এই পৃথিবীর একাকীতম
বোধ করা প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াই। তার হাতটা স্পর্শ করে, শক্ত আলিঙ্গনে, ফিঁসফিঁসিয়ে বলি-
"পাশে আছি..."
বোধ করা প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াই। তার হাতটা স্পর্শ করে, শক্ত আলিঙ্গনে, ফিঁসফিঁসিয়ে বলি-
"পাশে আছি..."
Tuesday, 9 June 2020
একের পর এক মুখগুলো
চারপাশের মানুষগুলো কস্টের ভার বইতে না পেরে যখন নুয়ে পড়ে হতাশায়, একের পর এক মুখগুলো যখন ঢাকা পড়ে বিষাদের আচ্ছাদনে, খুব অসহায় লাগে নিজেকে।
Monday, 8 June 2020
মারাত্মক ব্যাপার
পরিবেশ একটি মারাত্মক ব্যাপার। শুধু মারাত্মক বললেও যেন ভুল হয়, এ যেন ভীষণ মারাত্মক ব্যাপার।
Sunday, 7 June 2020
নিজের জন্য
নিজেকে সুখী না করে অন্য কাউকে সুখ দেয়া সম্ভব না। অাপাতদৃষ্টিতে এটা করতে পারি মনে হলেও, বাস্তবে নিজের জন্য যে সুখের পরিবেশ তৈরি করতে পারেনি, সে অন্যকেও সুখ দিতে পারবেনা।
Saturday, 6 June 2020
Friday, 5 June 2020
Thursday, 4 June 2020
অাচার অাচরন ও মন মানসিকতা
আপনার আচার-আচরণ, আপনার মন-মানসিকতা, আপনার চিন্তা ও চেতনা, আপনার ভাব ও ভাবনা কেমন হবে, এর পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টর হল, আপনি কোথায় আছেন, কাদের সাথে আছেন, কিভাবে এবং কার সাথে আপনার সবসময়ের উঠা বাসা ও চলাফেরা।
Wednesday, 3 June 2020
অনেকটা মুক্তোর মতোন
ভালোবাসা অনেকটা মুক্তোর মতন। যে ধারন করে তার আর সৌন্দর্য্য উপভোগ করা হয় না। আর যারা সৌন্দর্য্য উপভোগ করে তারা ঝিনুকের বেদনাবোধ সম্পর্কে বিন্দুমাত্র ধারনা রাখে না।
Tuesday, 2 June 2020
মস্তিষ্ক এবং হৃদয়
যদিও অতীত সংশোধন করার সুযোগ মেলে না, তবুও নিজের মুখোমুখি দাঁড়াই। আমি যা সেটা দুনিয়া মেনে নেয়ার আগে, আমার নিজের মেনে নেয়াটা অসম্ভব জরুরি। নিজেকে প্রশ্ন করলাম -
দ্বিতীয় জীবনে যেকোন একটা বিষয় সংশোধন করার সুযোগ থাকলে কোনটা করবে?
মস্তিষ্ক এবং হৃদয় একই সাথে উত্তর দিলো- অাবারও ভালোবাসবো।
দ্বিতীয় জীবনে যেকোন একটা বিষয় সংশোধন করার সুযোগ থাকলে কোনটা করবে?
মস্তিষ্ক এবং হৃদয় একই সাথে উত্তর দিলো- অাবারও ভালোবাসবো।
Monday, 1 June 2020
লড়ে দেখি
যে সম্পর্কে আমরা কখনো বাঁধাই পড়িনি।
চলো আবার লড়ে দেখি হয়তো কোনো কারণ খুঁজে পাবো আবার আলাদা হয়ে যাওয়ার!
Subscribe to:
Posts (Atom)