ভালবাসা অার মালিকানা স্বত্ব এক জিনিস না। কারো ব্যক্তিত্ব ও মালিকানা স্বত্ববোধের শক্তি যদি স্বত্বভুক্ত সম্পত্তির ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে যায়, তখন সেটা অনেক বেশি ভয়ংকর ও বিস্ফোরক হয়ে উঠে। কোনো কারনে স্বত্বভুক্ত সম্পত্তি খোয়া যাওয়ার সম্ভাবনা দেখা দিলে অনেক সময় বিকারগ্রস্ত মনে- মনে হতে পারে ঐ সম্পত্তির বিলুপ্তি ঘটিয়ে তার জায়গায় একটা শূন্যস্থান বাঁচিয়ে রাখাই বরং নিজের অহম বা অাত্মবোধ কিংবা ব্যক্তিত্বকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায়।
No comments:
Post a Comment