Thursday, 19 March 2020

তীব্র অাবেগ ছাপিয়ে

দীর্ঘদিন অাগে দুজন দুপথে হারিয়ে যাওয়া তারা হঠাৎ করে সেদিন শহরের কোনো এক মোড়ে একজন অারেকজনকে পাশ কাটালো। হারিয়ে ফেলা স্মৃতি ভেদ করে উঠে অাসতে চাইলো পুরনো কোনো ঘ্রাণ।

কিন্তু স্মৃতির সেই কাঁপন, অার সময়ের সাথে সাথে হারিয়ে ফেলা তীব্র অাবেগ ছাপিয়ে তাদের মনে উঠে এলো দ্বিধা। কোনো কথা না বলেই দুজন দুজনকে পাশ কাটিয়ে চলে গেল। অার শেষে হারিয়ে গেলো, অাবারও। 

No comments:

Post a Comment