এক মুহুর্তের অমিলকে পুঁজি করে সহস্র মুহুর্তের পরিচিত মিলগুলোকে অশ্রদ্ধা করতে যেওনা। জীবন খুব সহজ নয় তা যেমন সত্য, জীবনকে এক মুহুর্তে বিচার করতে যাওয়াটা যে বোকামী সেটাও তেমন সত্য। ভালবাসা অাগলে রাখতে হয়, কঠিন সময়ে হাল ছেড়ে নয়, বরং অারও শক্ত করে ধরে রেখে অাগলে রাখতে হয়।
No comments:
Post a Comment