Sunday, 22 March 2020

একটা শূন্যস্থান থাকতেই হবে

যদি অামাকে টুকিয়ে টাকিয়ে জড়ো করে ছেড়াফাঁটা জীবনের সুতোগুলি জোড়াতালি দিয়ে অাবার চালাতে হয়, তাহলে তুমি যেখানে থাকতে সেখানে একটা শূন্যস্থান থাকতেই হবে। অামার মধ্যে তুমি যতক্ষণ বেঁচে থাকবে, ততক্ষণ অামার পক্ষে কিছুতেই বেঁচে উঠা সম্ভব নয়।

No comments:

Post a Comment