মুখে মুখে কেবল মনের শুদ্ধতার কথা বললেও, মনকে গুরুত্বপূর্ণ বললেও, আসলে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শরীর। শারীরিক শুদ্ধতা। প্রিয় মানুষের মন কখনো-সখনো অন্যের হয়ে গেলে আমরা মেনে নিতে পারি। কিন্তু তার শরীর কোনো এক মুহুর্তের ভুলেও অন্যের হয়ে গেলে, সেটি আমরা মেনে নিতে পারিনা, মেনে নেয়ার কথা ভাবতেও পারিনা। অথচ সবসময় সেই একই কথার জাবর কাটতে থাকি-
ভালবাসায় শরীর নয়, মনই আসল।
No comments:
Post a Comment