Tuesday, 24 March 2020

সরাসরি উপেক্ষা করা যায় না

অনেকক্ষন কান্না করার পর মন খুব হালকা হয়ে যায়। অার তার প্রভাব পরে শরীরেও। একরকম স্নিগ্ধ একটা ভাব ফুটে উঠে চোখে মুখে। কিছু পরিস্থিতিকে যেমন সরাসরি উপেক্ষা করা যায় না, তেমনি কিছু মানুষকে সরাসরি অমান্যও করা যায়, এমনকি অপছন্দ করলেও না। উপেক্ষিত বা অমান্য করা যায় না এমন ব্যক্তিত্ব ধরে রাখতে হয়, প্রয়োজনে কিছুটা কান্না নাহয় মেনে নিলাম।

No comments:

Post a Comment