Wednesday, 4 March 2020

প্রতিনিয়ত তাড়া থাকা

কোন কিছুতে তাড়া না থাকা ব্যাপারটা এক রকমের সমস্যা। তুমি আছো, তোমার আশেপাশে সবকিছুই আছে; কিন্তু তুমি সেসবের কোনো অর্থ খুঁজে পাবেনা। জীবনে বেঁচে থাকার অর্থ অনেকটা নির্ভর করে কিছু না কিছুর দিকে প্রতিনিয়ত তাড়া থাকা। অথচ প্রায়ই এই তাড়াটুকু এড়িয়ে যেতে চেষ্টা করো তুমি, তারপর দেখো, নিজের অর্থ হারিয়ে বসে আছো।

No comments:

Post a Comment