Wednesday, 18 March 2020

মন খারাপ হয়না অার

আর কখনোই মন খারাপ করবো না ভেবে আমি প্রতিটি সন্ধ্যে অনেক দূর পর্যন্ত হাঁটি। যে ধূলো এবং বাতাস আমি পার করে যাই এবং অজস্র মানুষের আশ্চর্য ইচ্ছুক মুখমন্ডল, এর সাথে বিমর্ষ পুরাতন বালকের মতো মেঘসুদ্ধু আকাশ, ডুবতে থাকা সূর্য -
এইসব কিছুই আমি মনে রাখব না বলে আমার মন খারাপ হয় না আর।

No comments:

Post a Comment