সবারই
কিছু না কিছু কারন
থাকে। রাত
জেগে কথা বলার মানুষটা,
হুটহাট বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া
মানুষটা, বেশ অনেকদিন পরপর
খোঁজ নেয়া মানুষটা, সবারই
কিছু না কিছু কারন
থাকে। কেউ
যখন নিজে থেকে যোগাযোগ
টুকু ধরে রাখতে চায়,
আমরা অনেক সময়ই সেটাকে
বুঝে ওঠতে পারিনা।
হয়তো মনের ভুলে কিংবা
অন্য কোনো ব্যস্ততায়।
কিন্তু যোগাযোগ ধরে রাখতে চাওয়া
মানুষগুলোরও কিছু না কিছু
কারন থাকে। যখন
সে মানুষগুলো আর থাকেনা, হারিয়ে
যায় সময়ের স্রোতে, কেবল
তখনই আমরা তাদের প্রবলভাবে
অনুভব করি, অবচেতন মনে
হলেও। হ্যাঁ,
আমাদেরও কিছু না কিছু
কারন থাকে।
No comments:
Post a Comment