তাকে ভালবাসা ছাড়াও যে একটা পৃথিবী হতে পারে
ভালবাসা
মাপার কোনো যন্ত্র নেই। তোমাকে
কে বেশি ভালবাসে,
সে
প্রশ্ন দিয়ে ভালবাসার সিদ্ধান্ত
নিতে গেলে ভুলপথে হাঁটার
সম্ভাবনাই বেশি। বরং
সিদ্ধান্ত নিতে নিজেকে প্রশ্ন
করো,
তুমি কাকে ভালবাসো। সবচেয়ে
বেশি সে ভালবাসা,
এমন
যে তাকে ভালবাসা ছাড়াও
যে একটা পৃথিবী হতে
পারে তা তুমি ঘূর্ণাক্ষরেও
মেনে নিতে পারবে না। প্রশ্নের
উত্তর যতদিন খুঁজে না
পাচ্ছো ততদিন অপেক্ষা চলুক,
ভালবাসার অপেক্ষা।
No comments:
Post a Comment