ব্যস্ত থাকার অভ্যেস করতে গেলেই বোধহয় অবসর বেড়ে যায়। অথবা মনোযোগ দেয়া যায় এমন কিছু খুঁজে পাওয়া যায়না এমন সময়ে। মনোযোগ ব্যাপারটাই অদ্ভুত খুব, যেখান থেকে সরাতে চাইবো, সে দরজায় গিয়ে কড়া নাড়তে থাকবে বারবার। অদ্ভুত না বলে বেহায়াও বলা যায়। সাড়াশব্দ নেই এমন কোথাও এতো ডাকাডাকি করার কি দরকার, এতো এতো মানুষের ভীড় চারদিকে!! এই ভীড়ে একবার মন দিয়ে যে কোনো নামে ডেকে তো দেখুক, সাড়া আসতে বাধ্য।
No comments:
Post a Comment