পুরো দিনটা কেমন অদ্ভুত ঘোরে কাটলো। ব্যথা অাগেও হতে কিন্তু ইদানীং ব্যথাটাও অপরিচিত অপরিচিত লাগে। অার অপরিচিত যেকোন কিছুকেই ভয় লাগে এখন। পরিচিত কিছুতে ভরসা করতে ভয় হয়, সে নাহয় বুঝলাম। তবে বেশি ভয় বোধহয় কোনো অপরিচিতার পরিচিতায় পরিণত হওয়াকে ঘিরে। না না, অার পরিচিত ব্যথা বেড়াতে ইচ্ছে হয়না অামার। তারচেয়ে বরং অপরিচিত ব্যথাই অাসুক।
No comments:
Post a Comment