অন্ধকারের
একটা নিজস্ব ক্ষমতা আছে। অন্ধকার
যখন একবার তোমাকে পেয়ে
বসে, তখন যে কোন
জায়গাতেই সে তোমাকে খুঁজে
নেবে। নিজেকে
সামলে নিয়ে তুমি যদি
নিজেই আলো হওয়ার চেষ্টাটুকু
না করো, তাহলে অন্ধকারের
শিরশিরে অনুভূতিটা তোমার পেছনে লেগেই
থাকবে। তোমার
পৃথিবীটাকে দখল করে নেবে
নিখাদ, নিকষ কালো ভয়। এবং
সেটা ততদিন থাকবে যতদিন
তুমি নিজেই আলো হতে
না পারছো।
No comments:
Post a Comment