Sunday, 23 February 2020

কথার বাইরেও থাকে আরও অনেক কিছু

জীবনের প্রয়োজনে তুমি চাইলে মিথ্যে বলিও যদি কেউ জীবনের ব্যাকরণ বুঝে তাহলে সে মিথ্যে বলার প্রয়োজনটুকুও বুঝবে কথার বাইরেও থাকে আরও অনেক কিছু; প্রেরণা, নৈতিকতা, বিরোধ, কথোপকথন তুমি একটা মিথ্যে বললেই পৃথিবী শেষ হয়ে যাবেনা

No comments:

Post a Comment