ব্যর্থতা যত গাঢ়ই হোক না কেন
সবকিছুরই
একটা শেষ থাকে।
জীবনে চলার পথে দুয়েকজন
খলনায়ক থাকবে,
সেটা মেনে নিতেই
হবে। মাঝে
মাঝে জীবনে ব্যর্থতার স্বাদ
নিতে হয়। কারণ
ব্যর্থতা থেকেই বেশিরভাগ সময়
চরম পাওয়া গুলো আসে। ব্যর্থতা
যত গাঢ়ই হোক না
কেন নিজেকে এমনভাবে গড়ে
নিও যেন প্রতিবারই তুমি
নতুন করে শুরু করতে
পারো,
যেকোন কিছু,
সবকিছু।
No comments:
Post a Comment