ভাষার জাদুকরী শক্তি
আমাদের
জীবনকে বিভিন্ন দিক থেকে ঘিরে
থাকা মানুষগুলোর সাথে যোগসূত্র স্থাপনের
অন্যতম প্রধান মাধ্যম হলো
ভাষা। সম্পর্কের
ভিন্নতায় ভাষারও ভিন্নতা দেখা
যায়। খুব
বেশি কাছের মানুষদের জন্য
আমরা বিশেষ রকমের ভাষা
ব্যবহার করি। আমাদের
সে ভাষার শব্দ,
শব্দের
উচ্চারণশৈলী কেবল সে মানুষরাই
বুঝতে পারে। আবার
এমন কিছু মানুষও থাকে,
যারা আমাদের নীরবতার ভাষাও
বুঝতে পারে। ভাষার
জাদুকরী শক্তি সম্পর্ক গুলোকে
আগলে রাখুক।
No comments:
Post a Comment