তাহলে তোমার একা থাকাই ভাল
একটা সম্পর্কে অপর মানুষটিকে একঘেয়েমি,
সস্তা সময়,
বোধহীন ভালবাসা
অথবা আনাড়ি প্রস্তাব ছাড়া
যদি আর কিছু দেয়ার
না থাকে তোমার,
তাহলে
তোমার একা থাকাই ভাল। তুমি
যদি পৃথিবী এবং এর
বাইরের অন্য সব পৃথিবীকে
পেতে চাও,
একই সাথে
বাঁচতে চাও অনেকগুলো জগতে,
উপভোগ করতে চাও অনেক
রঙের সময়কে,
তাহলে তাকে
ভালবাসো যে পড়তে ভালবাসে। অথবা
সবচেয়ে ভাল হয় যদি
তাকে ভালবাসতে পারো যে লিখতে
ভালবাসে।
No comments:
Post a Comment