সময় ও অনুভূতির অপচয়
যেকোন
কিছু যা আমাদের মানসিক
প্রশান্তির প্রতি বিরক্তিকর,
যা
আমাদের মূল্যবোধের প্রতি অশ্রদ্ধাজনক সেসব
থেকে নিজেকে নিরাপদ রাখাটা
কখনোই মানসিক দুর্বলতা নয়। বরং
সত্যিকার অর্থে এতে করে
মূল্যবান সময় ও অনুভূতির
অপচয় ঠেকানো সম্ভব।
নিজেকে প্রায়োরিটি করে নিতে শেখাটা
নেতিবাচক নয়,
কঠিন বলেই
হয়তো আমরা এটাকে গুরুত্ব
দিয়ে ভাবিনা। আমরা
সবাই,
আমাদের চারপাশের সবকিছুই
পরিবর্তনশীল,
অন্তত এটুকু মেনে
নিতে পারলে জীবন অনেক
সহজ মনে হবে।
No comments:
Post a Comment