Wednesday, 8 January 2020

মিলগুলোও কি পাল্টে যায়?





"চুলের রঙ থেকে শুরু করে দেহের গড়ন, চোখের চাহনি, মৌখিক অভিব্যক্তি, সব কিছুতেই দুজনের এত মিল কেন!"
   
কখনও এমন প্রশ্নের মুখোমুখি হলে উত্তর ছিল-  

"মানুষ প্রাকৃতিকভাবেই সেই সব মানুষের প্রতি বেশি আকর্ষণ অনুভব করে, যাদের সাথে তাদের নিজেদের মিল রয়েছে"

তাহলে-
  
"আকর্ষন আর সম্পর্কের নামটা পাল্টে গেলে মিলগুলোও কি পাল্টে যায়?" 
প্রশ্নটা নাহয় অনুত্তরিতই থাকুক

No comments:

Post a Comment