আমার কাছে পৌঁছানো সম্ভব
কিন্তু আমার জগতে প্রবেশ
করা কঠিন, বলতে পারো
প্রায় অসম্ভব। যতটা
সহজ ভাবে আমরা নিজেকে
উপস্থাপন করি, প্রকৃতপক্ষে আমরা
ততটা সহজ নই।
নিজের একটা সত্ত্বাকে আমরা
সবাই লুকিয়ে রাখি।
একেক জনের লুকানোর ধরন
একেক রকম, একেক জনের
লুকানোর কারন একেক রকম। তবে
এটুকু অন্তত নিশ্চিত, তুমি
আমাকে ততটুকুই চিনতে পারো, যতটুকু
আমি তোমাকে চিনতে সুযোগ
দিবো।
No comments:
Post a Comment