Friday, 24 January 2020

অভ্যেস হতে চাইনা

একটা সময় খুব করে চেয়েছি, কারও অভ্যেস হতে কিন্তু অভ্যেস হওয়ার পর সে অভ্যাসের বৃত্তটা ভেঙে বের হতে যেটুকু মানসিক যন্ত্রনা সহ্য করতে হয়েছে, অন্য কিছুর সাথেই তার তুলনা সম্ভব নয় আমি আর অভ্যেস হতে চাইনা কারও এর চেয়ে বরং কারও স্বপ্ন হবো, কারও বহু লালিত আকাঙ্খা হবো অভ্যেস বদলানোর কস্টটা খুব বেশিই, স্বপ্ন তো অহরহ বদলাতে দেখি কেউ আমাকে স্বপ্ন ভাবুক, মন চাইলে স্বপ্ন বদলেও ফেলুক তবুও আমার অভ্যেস করে সে অভ্যেস বদলানোর যন্ত্রনা যেন অন্য কাউকে কখনও স্পর্শ না করে

No comments:

Post a Comment