Friday, 31 January 2020

জীবন অনেক অনেক বড়

সহ্য করতে করতে যেকোন কঠিন ব্যথাও একসময় সহনশীল হয়েই যায় তার মানে এই নয় যে ব্যথাটা কখনই ছিল না বরং ব্যথাটাকে স্বীকার করে নিয়েই সময়ের সাথে নিজেকে মানিয়ে নেয়া সম্ভব হয় সত্যিই কিছু কিছু ব্যথার একমাত্র প্রতিষেধক সময় তবে সময় দিতে হয় সহ্যকেও, প্রতি মুহুর্তে বুকের ভেতর ব্যথাটা লালন করে ক্ষতবিক্ষত হওয়ার চেয়ে জীবনে বেঁচে থাকাটাকে গুরুত্ব দিয়ে টিকে থাকা হাজার গুণ শ্রেয় যে কোন ব্যথা, দুঃখ, আনন্দ কিংবা সুখ - এসব কিছুর চেয়েও জীবন অনেক অনেক বড়

No comments:

Post a Comment