Saturday, 25 January 2020

নিজের একটা পরিচিত বৃত্তে

পরিচিত কেউ বদলে গেলে, মন খারাপ হয় খুব মন খারাপ যতটা না পরিবর্তনের জন্য, তার চেয়ে বেশি হয় অপরিচিত কিছুকে গ্রহণের ভয়ে আমরা সবাই নিজের একটা পরিচিত বৃত্তে স্বাচ্ছন্দ্য বোধ করি, অভ্যস্ত হয়ে যাই সে পরিচিত বৃত্তের ভেতরে থাকা কোন কিছু বা কেউ বদলে গেলে আমাদের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটে ঠিকই কিন্তু নতুন করে অজানা কিছু বা কাউকে নিয়ে নিজের বৃত্তটা সাজানোর ভয়টাই যত কস্টের কারন, সব ভয় অজানাকে ঘিরেই

No comments:

Post a Comment