সুযোগ
পেলে হয়তো অনেক কিছুর
শুরুটা বদলে নিতে চাইতো
কমবেশি সবাই। শুরুটা
অসুন্দর বা অনাকাঙ্ক্ষিত হওয়া
এজন্য কমই দায়ী,
বরং
অপ্রিয় শেষটাকেই দোষারোপ করার প্রবণতা।
অথচ প্রতিটা শেষই আরেকটা শুরু'
কে জায়গা করে
দেয়। এজন্যই
হয়তো লাইনটা খুব প্রিয়,
"চলে
যাওয়া মানে প্রস্থান নয়"
No comments:
Post a Comment