বিদায়ের
মুহুর্ত যখন আসে, ঠিক
তখনই সম্ভবত পেছনের ফেলে
আসা টুকরো টুকরো স্মৃতিগুলো
চোখের সামনে এসে ভীড়
জমায়। একের
পর এক, সুখের স্মৃতি,
দুঃখের স্মৃতি সব মিলিয়ে
তৈরি পুরো পথটাকেও বিদায়
জানাতে হবে এমনটা যেন
কখনও মনেই হয়না।
কিন্তু যখন মুহুর্তটা চলেই
আসে, তখন নিজেকে স্বাভাবিক
রাখতে কিছুটা গুনগুন-
"আজ
তবে এইটুকু থাক, বাকি
কথা পরে হবে।
ধূসর ধূলির পথ,
ভেঙে পড়ে আছে রথ;
বহুদূর–
দূর যেতে হবে।
আজ তবে এইটুকু থাক?
বাকি কথা পরে হবে।"
No comments:
Post a Comment