Saturday, 2 May 2020

নিজেরাই জানি না

অামাদের গভীর অনুভূতিগুলো, অামাদের গভীর স্বপ্নগুলো, অামাদের গভীর বেদনাগুলো, গভীর অানন্দগুলো, অামাদের মধ্যেই লুকিয়ে থাকে অবচেতন হয়ে। এসবের অনেক কিছুর হদীস অামরা নিজেরাই জানি না। নিজেকে বোঝার সে সময়টাই বা কোথায়!!

No comments:

Post a Comment