Friday, 1 May 2020

একঘেয়ে অভ্যাস হয়ে যায়

দুটো মানুষের কথা অাসলে কখনও শেষ হয়ে যায় না। শুধু কোন একটা মানুষ কথা থামিয়ে দেয়, কোন একটা মানুষ কিছু বলতে চায় না। ধীরে ধীরে সম্পর্কটা একঘেয়ে অভ্যাস হয়ে যায়। অার এভাবে চলতে চলতে সম্পর্কটা নিষ্প্রাণ হয়ে উবে যায়, পরিণত হয় অপ্রেমে।

No comments:

Post a Comment