Friday, 29 May 2020

নিজস্ব জায়গা নেই

আসলে আমরা দুজনেই অনেক আকাঙ্খা পরস্পরের কাছে গোপন করে যাচ্ছি, নিজের কাছে মহৎ থাকার তাড়নায় পরস্পর ছদ্মবেশ পড়ছি। খুব কান্না পায়, অথচ কাঁদবার মতো কোনো নিজস্ব জায়গা নেই আমাদের। বিচ্ছেদ; কি ভীষণ নগ্ন আর নিঃশব্দ!

No comments:

Post a Comment