জীবনের পথে পেছন ফিরে তাকালে এমন অসংখ্য নাম মনে পড়ে, যারা জীবনে এক সময় খুব গুরুত্বপূর্ণ ছিল। অথচ এখন তাদের ছাড়াও জীবন দিব্যি চলে যাচ্ছে। অাবার এ পথে এখন যারা পাশে অাছে, যাদের খুব গুরুত্বপূর্ণ ভাবছি, তাদেরও অনেকেই হয়তো কিছুকাল পরে জীবন থেকে হারিয়ে যাবে। কারন যাই হোক, জীবনে সবাই শেষটুকু দেখে না, সময়ের প্রয়োজন খুব অদ্ভুত!
No comments:
Post a Comment