Monday, 6 April 2020

মুখ ফুটে বলছে না

"অামি নিজেকে ভালবাসি" শেষ কখন একথাটা নিজেকে বলেছো তুমি? না বললেও ভালবাসো নিশ্চয়ই। তেমনি তোমার অাশেপাশে অনেকেই অাছে, হয়তো মুখ ফুটে বলছে না তারা। কিন্তু তারাও তোমাকে ভালবাসে। কেউই তোমাকে ভালবাসে না, ভুল করেও এমন ভাবার সুযোগ নেই।  

No comments:

Post a Comment