Monday, 13 April 2020

বাধ্য হয়ে পরিবর্তন খুঁজি

অামরা যতক্ষন পর্যন্ত সহ্য করতে পারি, ততক্ষণ পরিবর্তন না করে কাটিয়ে দেই। সহ্যের সীমা অতিক্রম হয়ে হেলে, বাধ্য হয়ে পরিবর্তন খুঁজি। অথচ জীবনে কেবলমাত্র বাধ্য হয়ে কিছু করার মধ্যে স্বাধীনতা থাকেনা, থাকেনা কোনো তৃপ্তিও। 

No comments:

Post a Comment