Saturday, 18 April 2020

কঠিন কোনো পরীক্ষা

যা পাওয়া হয়না তা পাওয়ার অাকাঙ্খা বেঁচে থাকে।
খুব সহজে কিছু পেয়ে গেলে সেটার গুরুত্ব কমে যায়।
যেমন জীবন পাওয়ার জন্য অামরা কস্টই করিনি,
তাই নিজের জীবনকে গুরুত্ব দিতেও শিখিনি,
তবে জীবন যখন কঠিন কোনো পরীক্ষা নেয়
অার সে পরীক্ষায় যখন জানপ্রাণ দিয়ে উৎরাতে হয়,
তখনই কেবল বেঁচে থাকার গুরুত্বটা বুঝতে পারি।

No comments:

Post a Comment