Sunday, 26 April 2020

অনেক কম জানি

প্রতিটা সময়ের বিশেষ কিছু প্রয়োজন থাকে। তবে সময়ের সে প্রয়োজনের সাথে মানুষের প্রয়োজন নাও মিলতে পারে। অামরা নিজের চারপাশ সম্পর্কে সবকিছু জানিনা। এমনকি নিজের সম্পর্কেও অনেক কম জানি। তাই অামাদের প্রয়োজন থেকেও সময়ের প্রয়োজন কিছু বেশিই যৌক্তিক, এটা মেনে নেয়া ভালো। 

No comments:

Post a Comment