অভিন্ন মুখশ্রীর এক ভিন্ন মানুষ
কেউ নিজে থেকে হারিয়ে
যেতে চাইলে তাকে খুঁজে
পাওয়া সম্ভব হয়না।
খুব অল্প দূরত্বের মধ্যেও
না। মানুষ
নামক প্রাণীটার এ এক অদ্ভুত
বৈশিষ্ট্য। নিজে
থেকে হারিয়ে কোনো মানুষকে
অনেক খুঁজে খুঁজে বের
করতে পারলেও,
সে আর আগের
মানুষটি থাকেনা,
হয়ে যায় অভিন্ন
মুখশ্রীর এক ভিন্ন মানুষ।
No comments:
Post a Comment