Thursday, 20 February 2020

সব রকমের শিল্পেরই একটা বিশেষ মিল থাকে

লেখালেখি, গান, নাটক, নাচ, সিনেমা প্রায় সব রকমের শিল্পেরই একটা বিশেষ মিল থাকে সবগুলোর মাধ্যমেই মানুষ চায় এমন কিছু স্মৃতি তৈরি করতে যা তারা সামনের দিনে বয়ে নিয়ে যেতে পারবে, এমন কিছু অভিজ্ঞতা তৈরি করতে যা নিয়ে তারা পরবর্তীতে কথা বলতে পারবে এবং এমন কিছু বন্ধু তৈরি করতে যাদের সাথে সবকিছু ভাগ করে নিতে পারবে

No comments:

Post a Comment