Wednesday, 19 February 2020

আমরা যারা পাগলা গারদে থাকি না

শরীরের যৎসামান্য অসুস্থতা যতোটা গুরুত্ব পায়, মনের ক্ষেত্রে তার চেয়ে বেশি অসুস্থতাও আমরা প্রায় না দেখার ভান করে থাকি আমরা যারা পাগলা গারদে থাকি না- সেখানে থাকার জন্য অন্তত বাহ্যিকভাবে এখনও পরিপূর্ণ যোগ্য হয়ে উঠিনি, তারা অন্তত দুয়েকটা ক্ষেত্রে যে সেখানে যাওয়ার যোগ্য সে ব্যাপারে কোনো সন্দেহ নেই  আমার মনে হয় এটুকু আমাদের সকলেরই স্বীকার করে নেয়া উচিৎ তবে, অধিকাংশ ক্ষেত্রেই আমরা যথেষ্ঠ সুস্থ মস্তিষ্কের

No comments:

Post a Comment