Saturday, 1 February 2020

যখন কোনো একজনের মনের অবস্থা খুব নাজুক

যখন আমারও মন ভালো থাকবে আর তোমারও মন ভালো থাকবে, তখন কথোপকথনের রেশ এমনিতেই সহজ, সুস্থির আর গোছালো হবে থেকে আমাদের পারস্পরিক বোঝাপড়াটা কেমন সেটার ধারণা নিতে গেলে সঠিক সিদ্ধান্ত নেয়া হবেনা বরং যখন কোনো একজনের মনের অবস্থা খুব নাজুক, তখন অন্যজন সেটাকে কিভাবে সামলে নিতে পারলাম, কিভাবে সাহচর্য্য দিতে পারলাম, সেটার ওপর ভর করেই বুঝতে পারা যায় "আমি আর তুমি" থেকে ঠিক কতোটা "আমরা" হতে পারলাম

No comments:

Post a Comment