Monday, 3 February 2020

একই সাথে চরম উৎকন্ঠার ও পরম মধুর

"আমি তোমাকে ভুলবো না" যতোটা দাবী নিয়ে কাউকে বলতে পারি, "আমাকে ভুলে যেতে দিবো না" ততোটা দাবী নিয়ে বলতে পারি না কারন হলো, কারও প্রতি বা কোন পরিস্থিতির প্রতি আমরা কেবল নিজের নিয়ন্ত্রনটুকুই প্রকাশ বিশ্বাস করতে পারি ঠিক একই পরিস্থিতিকে, সম্পর্ককে অপরজন কিভাবে মূল্যায়ন বিশ্বাস করবে তার ওপর আমাদের নিয়ন্ত্রন নেই আর যেকোন ভালবাসার সম্পর্কে নিয়ন্ত্রনহীনতাই সম্ভবত একই সাথে চরম উৎকন্ঠার পরম মধুর

No comments:

Post a Comment