একই সাথে চরম উৎকন্ঠার ও পরম মধুর
"
আমি
তোমাকে ভুলবো না"
যতোটা
দাবী নিয়ে কাউকে বলতে
পারি, "
আমাকে ভুলে যেতে
দিবো না"
ততোটা দাবী নিয়ে
বলতে পারি না।
কারন হলো,
কারও প্রতি
বা কোন পরিস্থিতির প্রতি
আমরা কেবল নিজের নিয়ন্ত্রনটুকুই
প্রকাশ ও বিশ্বাস করতে
পারি। ঠিক
একই পরিস্থিতিকে,
সম্পর্ককে অপরজন কিভাবে মূল্যায়ন
ও বিশ্বাস করবে তার ওপর
আমাদের নিয়ন্ত্রন নেই। আর
যেকোন ভালবাসার সম্পর্কে এ নিয়ন্ত্রনহীনতাই সম্ভবত
একই সাথে চরম উৎকন্ঠার
ও পরম মধুর।
No comments:
Post a Comment