কথার বাইরেও থাকে আরও অনেক কিছু
জীবনের
প্রয়োজনে তুমি চাইলে মিথ্যে
বলিও। যদি
কেউ জীবনের ব্যাকরণ বুঝে
তাহলে সে মিথ্যে বলার
প্রয়োজনটুকুও বুঝবে। কথার
বাইরেও থাকে আরও অনেক
কিছু;
প্রেরণা,
নৈতিকতা,
বিরোধ,
কথোপকথন।
তুমি একটা মিথ্যে বললেই
পৃথিবী শেষ হয়ে যাবেনা।
No comments:
Post a Comment