Saturday, 22 February 2020

সবচেয়ে ব্যস্ততম মানুষটিরও মৃত্যু হবে

জীবনের সত্যিকারে কোনো ইচ্ছে, অনুভূতিকে সময়ের দোহাই দিয়ে দমিয়ে রেখো না জীবনে কিছু করার ইচ্ছে হলে, যত দ্রুত সম্ভব করে নেয়া প্রয়োজন কাউকে কিছু বলার থাকলে বলে ফেলা প্রয়োজন পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম মানুষটিরও মৃত্যু হবে আর মৃত্যুর জন্য মোক্ষম কোনো সময়ের প্রয়োজন হয়না

No comments:

Post a Comment