Wednesday, 5 February 2020

সবকিছুর সমীকরণ মেলানো সম্ভব হয়না

কাউকে ঠিক কতদিন তুমুলভাবে ভালবাসা যায়? কাউকে তীব্রভাবে অনুভব করা যায় ঠিক কতদিন? সম্পর্ককে জিইয়ে রাখতে ভালবাসার ভূমিকা কতটুকু? ভালবাসা ছাড়াও দিনের পর দিন যেসব সম্পর্ক টিকে থাকে তার কারন কি? মানুষের একসাথে বেঁচে থাকার আকাঙ্খাটা ভালবাসা নাকি কেবলই সম্পর্কের অভ্যেস? নাকি একসাথে থাকতে থাকতে জন্ম নেয়া মায়ার টান? ভালবাসা আর মায়া কি একই জিনিস? জীবনে চাইলেই সবকিছুর সমীকরণ মেলানো সম্ভব হয়না তবুও মানুষ ভালবাসে, বেঁচে থাকে

No comments:

Post a Comment