অন্তরের ভেতরে লালিত প্রেরণা
সমাজের
প্রচলিত কিছু বিধিনিষেধ খুব
করে মেনে চলতে চাইতে
পারো। কিন্তু
এসব তোমার ক্ষেত্রে লঙ্ঘিত
হলে?
তখন যে দুঃখ
টুকু হয় তা কেবল
বিবেক বুদ্ধি ও চারিত্রিক
দৃঢ়তার শক্তিতেই সহ্য করে নেয়া
যায়। মানুষ
বেশিরভাগ সময়ে শুধুমাত্র বাইরের
দৃশ্যমান অন্যায়টাই দেখে,
অন্তরের ভেতরে
লালিত প্রেরণার খবর রাখেনা।
ভয়ানক মজবুত করতে গিয়ে
অনেক সময় আমরা পরিস্থিতিকে
বরং নড়বড়ে করেই ফেলে
রাখি দিনের পর দিন। অথচ
আমরা সবাই জানি আমাদের
সময় অনেক অনেক সীমিত।
No comments:
Post a Comment