Monday, 20 January 2020

কোনো না কোনো কারন

সবকিছু খুব ঠিকঠাক চলতে চলতেও হঠাৎ কোথাও একটা মনে হবে জীবনে কিছু একটা যেন নেই তারপর ভাবতে শুরু করে দেয়া, অন্যমনস্ক হয়ে সেই না থাকা জিনিসটাকে খুঁজতে চেষ্টা করা, কিছু সময় পরে যখন তেমন কিছু খুঁজে পাওয়া যায় না, তখন মনে হয় জীবনের কোনো অর্থই নেই অথচ সবকিছু কত ঠিকঠাক ছিলো এর মানে হলো, জীবনে সবকিছু  ঠিকঠাক থাকুক এটাও অবচেতনভাবে আমাদের মূল চাওয়া নয় সত্যিকারের চাওয়াটা হলো, জীবনে বেঁচে থাকার জন্য সবসময় কোনো না কোনো কারন থাকা

No comments:

Post a Comment