Tuesday, 7 January 2020

এসবের হিসেব করতে নেই

চাওয়া পাওয়ার হিসেব তুলে রাখলাম নাহয় কিন্তু ইচ্ছের কি হবে? ইচ্ছের লাগাম টেনে ধরা সহজ নয় এই যেমন আমার খুব ইচ্ছে হয়, যেসব মানুষকে আমার খুব কাছের মানুষ ভাবি, তারা যেন কখনও আমার কাছ থেকে হারিয়ে না যায় সে মানুষগুলো যেন কখনও অনেক কাছের মানুষ থেকে প্রায় আগন্তুক হয়ে না যায় তবে বুঝিনা ইচ্ছেটা ঠিক কতোটা লাগামহীন, খুব কাছের মানু্ষও এখানে হঠাৎ করে আগন্তক হয়ে যেতে পারে, পৃথিবীটা এমনই চাওয়া পাওয়া কিংবা ইচ্ছে, এসবের হিসেব করতে নেই

No comments:

Post a Comment