Thursday, 23 January 2020

জীবনের যেটুকু খুব বেশি প্রয়োজন

ডাল রান্নায় টমেটোর ব্যবহারটা মোটামুটি সাধারণ তবে টমেটো ছাড়াও ডাল রান্না করা যায় আবার ডাল ছাড়াও কেবল টমেটো দিয়েই এক রকমের ডাল সদৃশ টক রান্না করা যায় অর্থাৎ, জীবনের যেটুকু খুব বেশি প্রয়োজন, সেটুকু তোমার কাছে সবসময় থাকবেই থাকবে হ্যাঁ, সবসময় থাকবে তোমাকে শুধু যা তোমার নাগালের মধ্যে আছে তা দিয়ে জীবনকে গুছিয়ে নেয়াটা শিখে নিতে হবে

No comments:

Post a Comment