জীবন নামের অনিশ্চিত ভ্রমণ
এমন ঘটনা কেন ঘটতে
হলো?
বেশিরভাগ ক্ষেত্রেই এ প্রশ্নের তাৎক্ষনিক
জবাব হয়না। কিন্তু
কিছু সময় পর একদিন
বুঝতে পারি,
এটা ঘটার
ছিল বলেই ঘটেছে।
জীবনের এমন অভিজ্ঞতা আমরা
খুব একটা চাই না,
এসব সহজও নয়,
তবে
আজকে যেসব শিক্ষা ও
অভিজ্ঞতা হচ্ছে তা কেবল
আগামীকালের আমিটাকে শক্তি যোগাতেই ঘটছে। তাই
জীবন নামের অনিশ্চিত ভ্রমণকে
বুঝতে হলে,
চলতে থাকাটাই
একমাত্র উপায়।
No comments:
Post a Comment