Wednesday, 29 January 2020

প্রতিটা ভালবাসাই আমাদের মনকে আশ্রয় যোগায়

ভালবাসাটা একটা আশ্রয় বাবা মা ভালবাসে, মমতার সে ভালবাসা; ভাই বোন ভালবাসে, সৌহার্দ্যের সে ভালবাসা; বন্ধুরা ভালবাসে, সাহচর্য্যের সে ভালবাসা প্রতিটা ভালবাসাই আমাদের মনকে আশ্রয় যোগায়, বেঁচে থাকার সঠিক প্রশ্রয় যোগায় আর আমাদের ভেতরের আমিটাকে একই সাথে মমতা, সৌহার্দ্য, সাহচর্য্য সবকিছুর আশ্রয়, প্রশ্রয় যোগানোর জন্য যে মানুষটি সে হলো আমাদের একান্ত সেই ভালবাসার মানুষ, যে মানুষটি কেবল পার্থিব ভাবে অন্য একটি শরীরি মানুষ কিন্তু আত্মিকভাবে পৃথক দেহে একটিই প্রাণ ভালবাসা বেঁচে থাকুক, বাঁচিয়ে রাখুক

No comments:

Post a Comment